Main Menu

ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে ধর্ষকের সর্ব্বোচ শাস্তি প্রকাশ্যে মৃতদণ্ডের দাবিতে বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পদক ড. সেলিনা আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক আবির মাহমুদ ইমরান, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম প্রমুখ। এসব বক্তরা দাবি করেন, ধর্ষককে দ্রুত সময়ে প্রকাশ্যে মৃতুদণ্ড কার্যকর করার।


News Room - Click for call