গোপালগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বেলা দশটায় জেলা প্রশাসনের সচ্ছতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৩৯টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহনে দশ গ্রুপে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ন দিকগুলো উপস্থাপন করে।
« অপহরণের ২ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার (Previous News)