Main Menu

মারাত্মক লোডশেডিংয়ের কবলে ঝিকরগাছার ছুটিপুর উপকেন্দ্রের কয়েক লক্ষ গ্রাহক

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের কয়েক লক্ষ গ্রাহক নিয়মিত মারাত্মক লোডশেডিং এর কবলে পড়ছেন ।

যান্ত্রিক ত্রূটির কথা বলে দিন ও রাতের বেশিরভাগ সময় বন্ধ রাখা হচ্ছে  বলে অভিযোগ পাওয়া গেছে । সামান্য মেঘ,ঝড়,বৃষ্টি ,যশোর থেকে বিদ্যুৎ বন্ধ সহ নানা অজুহাতে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে দিন ও রাতে।

লোডশেডিং এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে।সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা ।লোডশেডিংয়ের কারণে বাসা ও স্কুলে থাকা দায় হয়ে পড়েছে। স্কুল ও বাসার পাখা, বাতি, ফ্রিজ ও টিভি নষ্ট হচ্ছে। গরম যত বাড়ে লোডশেডিংও ততই বাড়ে। এমনকি দমকা-হাওয়া ও বজ্রপাতে বৃষ্টির মতো দুর্যোগের সময়ও বিদ্যুৎ থাকে না। ফলে প্রায় সময় অন্ধকারে হাতড়াতে হয়।

এ বিষয়ে ছুটিপুর উপকেন্দ্রের কল সেন্টার থেকে জানা যায়,কিছু কিছু সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার ত্রূটির কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। এ দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লোডশেডিং করা হয় কিছু কিছু এলাকায়।
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ লাইন ও ট্রান্সফরমার সংস্কার প্রকল্পের কাজ চলছে। তবে বৃষ্টিপাতের কারণে একটু ধীরগতিতে চলছে। এ প্রকল্পের কাজ শেষ হলে লোডশেডিং একেবারেই কমে যাবে।


News Room - Click for call