Main Menu

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি :
যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি
যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যানের পদ থেকে আক্কাস আলীকে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান মো. আক্কাস আলীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সেইসাথে আগামী ৮ সেমিস্টার, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কোনো কাজে অংশ নিতে পারবেন না তিনি। রেজিস্টার মো. নুরউদ্দিন আহমেদ বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীর বিরুদ্ধে দুই ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ উঠে।


News Room - Click for call