এমপি বাবু’র মায়ের সুস্থতা কামনায় পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের প্রার্থনা

খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) এর এমপি আকতারুজ্জামান বাবু’র অসুস্থ্য মা ফাতিমা খাতুনের সুস্থতা কামনা করে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সরল কেন্দ্রীয় পূজা মন্দিরে সুমন চক্রবর্তীর পৌরহিত্যে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা সংগঠনের সভাপতি সমীরণ কুমার সাধু, সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ কমিটি সংশ্লিষ্ঠদের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান- কৃষ্ণপদ মন্ডল, হেমেশ মন্ডল, সুনিল মন্ডল, বাবুরাম মন্ডল, সাংবাদিক বি, সরকার, স্নেহেন্দু বিকাশ, পারুল রানী মন্ডল, উত্তম কুমার দাশ, জগদীশ রায়, অপুর্ব বিশ্বাস, অখিল মন্ডল, প্রমথ সানা, উজ্জ্বল মন্ডল, তিরুনাথ বাছাড়, রামপ্রসাদ সানা প্রমুখ।