পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন

সাবেক ক্রিকেটার ও বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলায় এ আগুন লাগে। একটি বাথরুম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইমরান খানের কর্যালয়ের এক মুখপাত্রের বরাদ দিয়ে জানিয়েছেন, শর্ট সার্কিটের মাধ্যমে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে টিম দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন৷
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ভবনের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সক্ষম হয়েছে। ভবনের তেমন কোন ক্ষতি হয়নি। আগুন লাগার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভবনে বৈঠক করছিলেন। আগুন লাগার খবর পাওয়ার পর ইমরান খান বৈঠক থেকে ওঠেন নি, সবাইকে নিরাপদে বের করার পর তিনি ভবন থেকে বের হন।
« বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিশ্বসী সাভারে…ত্রান প্রতিমন্ত্রী (Previous News)
(Next News) মা-বাবার ভালোবাসার উপহার কি? ‘বৃদ্ধাশ্রম’ »