অবশেষে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন (ইসি)। দলটি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।
সোমবার (০২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা–১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদ (জিওপি)’-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “ট্রাক” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং–০১।
এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৬টিতে।
এর আগে গত ২৮ আগস্ট সাতদিনের মধ্যে মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানান নুরুল হক নুর। তিনি দলটির সভাপতি।
২০২৩ সালে মাঠ পর্যায়ে সঠিক তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে দলটির আবেদন বাতিল করেছিল ইসি। নুর তার আবেদনে ইসির সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন ওইদিন।