“নগদ এজেন্ট” থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারক আটক

পাইকগাছায় “নগদ এজেন্ট” থেকে হ্যাক করে টাকা
হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারককে পুলিশ
আটক করেছে।
হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারককে পুলিশ
আটক করেছে।
রোববার দুপুরে পুলিশ গোপালপুর গ্রামের নজরুল গাজীর ছেলে রিপন ইসলাম (২৫) কে
আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক একই দিন দুপুরে গোপালপুর গ্রামের শামীমকে আটক করে।
আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক একই দিন দুপুরে গোপালপুর গ্রামের শামীমকে আটক করে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত ৮টা ৫মিনিটে ০১৯৩৮০৫৫৭১১ থেকে ০১৮৮৫৪৫৬৬৬৪ নম্বরে রাড়ুলীর ষষ্ঠিতলা বাজারে লিছা ক্লিনিক ও নগদ এজেন্ট থেকে দু’দফায় ১ লাখ টাকা ক্যাশ আউট করে।
এরপর রাত ৮টা ৫১ মিনিট ও ৫২ মিনিটের মধ্যে ৪ দফায় জাহাঙ্গীরের ব্যবসায়ী মোবাইল থেকে ০১৯১৭০৩৪৫০৬ নম্বরে ১ লাখ ১ হাজার ৮৪ টাকা চলে
যায়।
এরপর রাত ৮টা ৫১ মিনিট ও ৫২ মিনিটের মধ্যে ৪ দফায় জাহাঙ্গীরের ব্যবসায়ী মোবাইল থেকে ০১৯১৭০৩৪৫০৬ নম্বরে ১ লাখ ১ হাজার ৮৪ টাকা চলে
যায়।
« গাজির হাটে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল (Previous News)
(Next News) বাগেরহাটে গরু বোঝাই ট্রাক চাপায় নিহত ২, আহত-৪ »