বরিশালের মুলাদীতে জয়েন্তী ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন ও বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের মুলাদীতে জয়েন্তী ও আড়িয়াল খা নদীর ভাঙ্গন ও বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি।
শুক্রবার (৫জুলাই) সকাল ৯ টার দিগে বরিশালের মুলাদী উপজেলায় নাজিরপুর ও বাটামারা ইউনিয়নে সর্বনাশা জয়েন্তী ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন। শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি স্পীডবোট নিয়ে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর, রামারপোল, নাতির হাট, জালালপুর ও বাটামারা ইউনিয়নের এ.বি.আর মাধ্যমিক বিদ্যালয় ও বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরির্দশণ করেন। নদীর ভাঙন এলাকা পরিদর্শণ শেষে প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম বলেন দেশের ৮০ ভাগ এলাকা নদী ভাঙনের শিকার।

নদীর ভাঙন রোধ করতে হলে নদীর গতি প্রকৃতি চিহিৃত করে সুদূর প্রসারী ও সুপরিকল্পিত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন একটি দপ্তরের প্রধান যদি সৎ হন তাহলের সেই দপ্তরের অর্ধেক দুর্নীতি কমে আসে। তিনি আড়িয়াল খা ও জয়েন্তী নদীর ভাঙনের শিকার শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে তা রক্ষায় আশু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান
« নাটোরের বড়াইগ্রামে দিনে দুপুরে কলেজ ছাত্রকে হত্যা (Previous News)
(Next News) এমপি বাবু’র চিকিৎসাধীন মায়ের জন্য প্রার্থনা পাইকগাছার বিভিন্ন স্থানে শ্রীশ্রী রথযাত্রা উৎসব পালিত »