নাটোরের বড়াইগ্রামে দিনে দুপুরে কলেজ ছাত্রকে হত্যা

নাটোরের বড়াইগ্রামে দিনে-দুপুরে গুলি করে আমিন হোসেন নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে ধানাইদহ কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কলেজ ছাত্র আমিন হোসেন বিকেলে ৫টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। এসময় তিনজন সন্ত্রাসী আমিনের পথরোধ করে তার ওপর গুলিবর্ষন করে। এসময় ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
« সন্ধ্যায় নিখোঁজ, রাতে মিলল শিশুর রক্তাক্ত মরদেহ (Previous News)
(Next News) বরিশালের মুলাদীতে জয়েন্তী ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন ও বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী »