Main Menu

পথশিশুদের পাশে পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা

পথশিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) বরিশালের চাঁদমারিতে ইউনিসেফের সহযোগিতায় পথশিশুদের রাত্রিযাপন কেন্দ্রে পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা রাতের খাবারের ব্যবস্থা করে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ডিভিএমের শিক্ষার্থী মো. সামসুল আরেফিনের চেষ্টায় ও শিক্ষকদের সহযোগিতায় প্রথম টিশার্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর এবারের পহেলা বৈশাখে আরও জোরালোভাবে অনুদান নিয়ে টিশার্ট বিতরণের কাজ করা হয়।

ছবি

পথশিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

সেখান থেকে অতিরিক্ত অনুদানের টাকা দিয়ে গতকাল রাতে পথশিশুদের তেহারি ও কোমলপানীয়ের ব্যবস্থা করা হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- বেসিক সাইন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ রিয়াদ স্যার। সেখানে আরও উপস্থিত ছিলেন- ডিভিএম ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. সামসুল আরেফিন, ডিভিএম ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আতিকুল হক মজুমদার, মো. তৌফিক মাহিন, মো. নাফিস আহমেদ লিমন।


News Room - Click for call