ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার এল-ক্লাসিকো’ দেখা যাবে যে চ্যানেলে

কোপা আমেরিকার ৪৬তম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা। দীর্ঘ এক যুগ পর মর্যাদার লড়াইয়ে আবারও এক সঙ্গে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট।
ঠিক ১২ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় আলভেজ-মেসিরা। শিরোপা নির্ধারণী সে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অষ্টম ও শেষ শিরোপা জেতে ব্রাজিল। ২০০৭ সালে ১৫ জুলাই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত কোপার ৪২তম আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।
এরপর দুই দল বেশ কয়বার প্রীতি ম্যাচ খেলেছে। কিন্তু দুধের সাধ কি আর ঘোলে মেটে! অবশেষে আবার দুই দলকে দেখা যাবে প্রতিযোগিতামূলক ম্যাচে। মযার্দাপূর্ণ লড়াইয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে। আগামীকাল ৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সালভাদরে অনুষ্ঠিত হবে এই সুপার এল-ক্লাসিকো। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেইন স্পোর্টস ও পিপিটিভি।
দীর্ঘ ১২ বছর ধরে ফুটবলের ঐতিহাসিক মঞ্চ কোপা আমেরিকায় আর সাক্ষাৎ হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। এর মাঝে বয়ে গেছে টুর্নামেন্টের আরও তিনটি আসর। ২০১১, ২০১৫ ও ২০১৬ এই তিন আসরে নকআউট পর্বেই (কোয়ার্টার ফাইনাল) বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে।