1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একযোগে ১৬৮ বিচারককে বদলি কলেজ শিক্ষার্থী আনিসুরের চোখ উৎপাটনকারী সন্ত্রাসীদের জামিন বাতিল চেয়ে লালমনিরহাটে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যাত্রা বিরতির দাবিতে গাজীপুরে ট্রেন আটকে মানববন্ধন দিনাজপুরে সাবেক বিচারপতি-হুইপসহ ৬০০ জনের নামে মামলা নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, দুবাই হয়ে গেলেন বেলজিয়াম বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে: ড. ইউনূস পাচারের ২৫ হাজার কোটি টাকায় দুবাইয়ে লোটাস ও তার মেয়ের সাম্রাজ্য সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার মোরসালিনের গোলেই ভুটানকে হারিয়ে জিতল বাংলাদেশ ভুটানের বিপক্ষে শুরুর একাদশে নেই জামাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালেন বাবা-মা ও দুই সন্তান

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে বাবা-মা ও দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

এ ঘটনায় আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোর রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নোয়া প্রাইভেটকারে করে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে কেউ অসুস্থ ছিলেন। ঢাকায়  চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD