Main Menu

বরিশালের মুলাদীতে বিষাক্ত সাপের তান্ডাবে  সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা 

সাপ আতঙ্কে বরিশালের মুলাদী উপজেলার রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সাপ আতঙ্কে বিদ্যালয় উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানিক ভাবেই বন্ধ করা হয়। গত তিনদিনে বিদ্যালয় থেকে স্থানীয় ও অভিভাবকরা কমপক্ষে অর্ধশত সাপ মেরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, গত (২৭জুন) বৃহস্পতিবার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তাদের কক্ষে সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। ওই সময় তাদের কক্ষে থাকা সকল শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে। শিক্ষকরা ওই সাপটি মেরে ফেলার পর পরই কক্ষের ভাঙ্গা মেঝের গর্ত থেকে একাধিক সাপ বেড়িয়ে আসতে শুরু করলে আতঙ্কিত শিক্ষার্থীরা বাড়ি চলে যায়।

শনিবার সকালে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় এসে কেচিগেটের সাথে সাপ পেচানো দেখে স্থানীয়দের সাথে নিয়ে বিদ্যালয়ের মেঝের কিছু অংশ ভেঙ্গে সাপের ডিম, বাচ্চা ও অগণিত সাপ দেখতে পায়। গতকাল রবিবার স্থানীয়রা ওই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে কমপক্ষে ৫০টি সাপ মেরেছে বলে জানিয়েছেন। সাপ আতঙ্কে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে দিচ্ছেন না।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয় সাময়িক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সোমবার সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বিদ্যালয়ের সাপ আতঙ্কের বিষয়টি শুনেছি। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ২/৩ দিন বিদ্যালয়টি বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অতি দ্রুত বিদ্যালয়ের মেঝ ভেঙ্গে বালু ভরাট করে পুনঃরায় মেঝ নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও কাজিরচর ইউনিয়ন পরিষদকে অনুরোধ করা হয়েছে।


News Room - Click for call