কালকিনিতে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন (টেকাব) প্রকল্পের আওতায় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ জুলাই) সকালে কালকিনি উপজেলা অফিাসার্স ক্লাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাষক জনাব মোঃওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মোঃশহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার মালাকার ও প্রশিক্ষক মাহবুব রশিদ প্রমূখ।