রাজৈরে ৬০জন ভিক্ষুকের পুনর্বাসন

মাদারীপুরের রাজৈর উপজেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রসাশক কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ষাটজন ভিক্ষুকদের জন্য পূনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ষাটজন ভিক্ষুককে জনপ্রতি নগদ ১৫হাজার টাকা ও ৩০কেজী চাল প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ জুন) আছমত আলী খাঁন অডিটোরিয়ামে উক্ত প্রদান অনুষ্ঠানে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রাসশক মোঃ ওয়াহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, সেলিনা বেগম, পৌর মেয়র শামীম নেওয়াজ সাংবাদিক মতিন খন্দকার, জাহাঙ্গীর আলম, সুজন হোসেন রিফাত সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, অাপনারা ভিক্ষুকদের এই অর্থ দিয়ে সাবলম্বি হতে হবে ও অার ভিক্ষা করা যাবেনা।
« বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘অনলাইন আওয়ামী টিম-বোট’ নবগঠিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধার্ঘ্য অর্পণ (Previous News)
(Next News) নড়াইলে মাইকিং শব্দ দূষনে অতিষ্ট হয়ে যাচ্ছে শহরবাসি »