Main Menu

গোপালগঞ্জে গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করতে পরামর্শমূলক সভা

গোপালগঞ্জে গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে-এর সভাপতিত্বে গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করতে পরামর্শমূলক এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনডিপি’র ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কালাচাঁদ সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত গোপাগগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদা সুলতানা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আসাদুল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া।      মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ন কবীর, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, শুকতাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র হীরা, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল মোল্লা), নিজড়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সরদার, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান।

এর আগে অনুষ্ঠানে নবযোগদানকৃত গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদা সুলতানা পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।


News Room - Click for call