Main Menu

খুলনার শিরোমনিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু এলাকায় শোকের মাতম

খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মাত্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শিরোমণি উত্তরপাড়ার শেখ ওসমান গনীর মেয়ে পায়েল (৬) ও শেখ আব্দুল খালেকের ছেলে হুজাইফা (৪) গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১১টার যে কোন সময়ে পুকুরে নামে। তারপর বেলা দেড়টার সময় পাশ্ববর্তী শেখ আজিজের ছেলে ইউসুফ ও শেখ আব্দুল হাকিমের ছেলে রহমান একই পুকুরে গোসল করতে নামলে তাদের পায়ে কিছুএকটা বাঁধে সে সময় তারা পানির নিচে থেকে উঠিয়ে দেখে ২ শিশু। তাৎক্ষনিকভাবে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করে। গতকাল মঙ্গলবার শিরোমণি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাদ মাগরিব জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃর্ত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


News Room - Click for call