সাংবাদিক আহম্মেদ আলী খান বিএফআরএ এর বিনা প্রতিদন্দীতায় গভার্নিং বোডির সদস্য নির্বাচিত !

গোপালগঞ্জ এর কৃতি সন্তান খুলনা আবাহনী ক্রীড়াচক্র, ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র, সাধারন বীমা একাদশ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের তুখোড় সাবেক ফুটবল খেলোয়ার গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি গোপালগঞ্জ ফুটবল রেফারীজ এসোসিয়শনের সাধারন সম্পাদক আহম্মদ আলী খান বাংলাদেশ রেফারীজ এসোসিয়শেন গভার্নিং বোডির সদস্য বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন ।
গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়শন, গোপালগঞ্জ আবাহনী ক্রীড়াচক্র, মোহমেডান স্পোর্টিং ক্লাব, খেলোয়ার কল্যান সমিতি গোপালগঞ্জ সোনালী অতিত ক্লাব ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি সাধারন সম্পাদক গন অভিনন্দন জানান। বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়শনের এই পদটি প্রথম গোপালগঞ্জের সাংবাদিক আহম্মেদ আলী খান অলংকৃত করলেন।
এছাড়া তিনি গোপালগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক।
« এশিয়ার সর্ববৃহৎ ‘ওয়াই সেতু’ কুমিল্লায় (Previous News)
(Next News) বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর »