আফগানিস্তানের বিপক্ষে খেলবেন তো সাইফ?

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার মোহাম্মাদ সাইফউদ্দিন। ব্যাটে নিজেকে প্রমাণ করতে না পারলেও বল হাতে ঠিকই প্রমাণ করেছেন এ পেস অলরাউন্ডার।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাইফ (৪ ম্যাচে ৯ উইকেট)। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচে চোটের কারণে খেলেননি সাইফ। সম্ভবত বিশ্বস্ত এই পেসারকে টাইগাররা নিজেদের পরবর্তী ম্যাচেও পাচ্ছে না!
আফগানিস্তানের বিপক্ষে সাইফের খেলা নিয়ে এখনও রয়েছে শঙ্কা; তবে সাইফকে নিয়ে এখনই হাল ছাড়তে রাজি নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সাইফকে নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন একটি ইস্যু দাঁড়িয়েছে। তিনি না কি বড় দলের বিপক্ষে ইনজুরির অজুহাত দেখিয়ে খেলতে অনীহা প্রকাশ করেন! অজিদের বিপক্ষে ম্যাচ শেষে এই গুঞ্জনটি ছড়িয়ে পড়ে, বলাবলি হচ্ছিল- সাইফের চোট ঠিক না খেলার মতো গুরুতর ছিল না। তবে এসব কেবলই ধোঁয়াশা হলেও ইনজুরির কারণে আগামী ম্যাচেও তার খেলা নিয়ে ওঠেছে শঙ্কা!
এই নিয়ে সাউদাম্পটনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নান্নু। তিনি জানান, ‘টানা খেলে গেলে হয়তো ইনজুরি আসতে পারে; তবে আমাদের টিমে এখনও এমনটি হয়নি। এখন পর্যন্ত দলের সবাই ফিট আছে। নেগেটিভ কিছু নেই আমাদের শিবিরে। আর সাইফের ইনজুরি নিয়ে ফিজিওর সঙ্গে কথা বলেছি। এখনও কিছু পরিষ্কার নয়; রিপোর্ট দেখে বলা যাবে আগামী ম্যাচে তার খেলার সম্ভাবনা কতটুকু।’
এছাড়া বাংলাদেশি খেলাধুলা ভিক্তিক সাইট ক্রিকফ্রেঞ্জিকে নান্নু জানিয়েছেন, ‘ফিজিওর টেবিলে আমি সাইফউদ্দিনকে শুয়ে থাকতে দেখেছি। সে ফিজিওর সঙ্গে কাজ করছে। আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তার চোট ততোটা গুরুতর নয়। লম্বা সময় ধরে খেলার অভ্যস্ততা না থাকায় এমন হতে পারে। তাকে দলের সঙ্গে না পেলে আমরা তাসকিন আহমেদ ও ফরহাদ রেজার মধ্য থেকে কাউকে বেছে নেব।’
আগামী ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমি-ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটিতে জয়ের বিকল্প কিছু নেই বাংলাদেশের জন্য! গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা বোলার সাইফকে নিয়ে একটু বেশিই চিন্তিত টিম ম্যানেজমেন্ট।