Main Menu

বিশ্বকাপে মালিঙ্গার পঞ্চাশ উইকেটের মাইলফলক

তৃতীয় পেসার হিসেবে বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের রেকর্ড গড়লেন লাসিথ মালিঙ্গা। গতকাল (২১ জুন) হেডিংলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বকাপে উইকেট শিকারের তালিকায় মালিঙ্গা উঠে এসেছেন চতুর্থ স্থানে। শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস ৪৯ উইকেট নিয়ে নেমে গেছেন পাঁচে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটের তালিকায় মালিঙ্গার সামনে তিন কিংবদন্তী বোলার। ৫৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের ওয়াসিম আকরাম, ৬৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন ও ৭১ উইকেট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। চার নম্বরে থাকা মালিঙ্গার উইকেট সংখ্যা ৫১টি।

এবারের টুর্নামেন্ট শুরু করার আগে ৪৩ উইকেট ছিল মালিঙ্গার। চার ম্যাচ খেলে আট উইকেট পেয়েছেন এ ডানহাতি পেসার। কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পাননি তিনি। মালিঙ্গার আফসোস ব্রিস্টলে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে লঙ্কানদের।


News Room - Click for call