Main Menu

রাজধানীবাসীর তথ্য সংগ্রহ চলবে ২৩ জুন পর্যন্ত

রাজধানীবাসীর তথ্য সংগ্রহের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ২১ জুন ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’  শেষ হওয়ার কথা থাকলেও  নতুন ঘোষণায় তা শেষ হবে ২৩ জুন।

শুক্রবার (২১ জুন) ডিএমপির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো ঢাকাবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ডিএমপি। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

গত ১৫ জুন থেকে ঢাকা মেট্রোপলিটনে বসবাসরত নগরবাসীর তথ্য সংগ্রহের কার্যক্রম ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯ শুরু হয়।

সর্বপ্রথম রমনা থানা থেকে সফটওয়্যার ভিত্তিক ডাটাবেজে তথ্য সংরক্ষণ করা হয়। তবে গত ৩ বছরে অনেকে বাড়ি ছেড়েছেন এবং নতুন করে বাড়িতে উঠেছেন, বিধায় এ তথ্য আবারও হালনাগাদের উদ্যোগ নেয় ডিএমপি।

এ কার্যক্রম উদ্বোধনের পর ডিএমপির ৫০টি থানার ৩০২টি বিটে চলছে নাগরিক তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম।

‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালি, উঠান বৈঠক ও আলোচনা সভায় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করছে।

পুলিশ জানায়, সংগৃহীত তথ্যের ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি স্বতন্ত্র (ইউনিক) কোড নম্বর দেওয়া হয়। নিবন্ধিত কেউ অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।


News Room - Click for call