তেলিগাতি কেন্দ্রীয় শহিদ মিনারের প্রতিষ্ঠাতা জাহিদ কে স্বপ্নপরি ফাউন্ডেশনের সংবর্ধনা

তেলিগাতি আমার একুশের মোড়ে তেলিগাতি কেন্দ্রীয় শহিদ মিনারের প্রতিষ্ঠাতা খুলনা জেলা পরিষদ থেকে সম্মাননা প্রাপ্ত ও সম্প্রতি মাদার তেরেসা স্বর্ণ পদক প্রাপ্ত জাহিদ ইকবাল কে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শিরোমনি স্বপ্নপরি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
জাহিদ ইকবাল সম্প্রতি মাদার তেরেসা স্বর্ণ পদক প্রাপ্ত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান করেন, স্বপ্নপরি ফাউন্ডেশনের সভাপতি হালিম শেখ, সহ- সভাপতি আবু জাফর, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ অনন্ত, এ সময়ে আরও উস্থিত ছিলেন কাজী শরিফুল ইসলাম, মোশারেফ শেখ, সৈয়দ শামিম আলী , সুমন শেখ ,সাগর ,রাসেল, মারুফ , ইমন, হাসিব , আলাউদ্দিন, রুবেল, আসাদ, আমিরুল, ফাহান, সাইদ, আবু বক্কার, রাকিব প্রমুখ।
(Next News) ঐক্যফ্রন্টের বাঁচা-মরার লড়াই আজ »