Main Menu

আগামী ২৮ জুন বরিশালের মুলাদীতে যাচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল জেলার মুলাদী উপজেলায় যাচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক এমপি। সফর কালে তিনি বাটামারা ইউনিয়নে অবস্থিত বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও এবিআর মাধ্যমিক বিদ্যালয় নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প পরিদর্শন করবে বলে যানা গেছে।

মুলাদীর চরকালেখান, সফিপুর, নাজিরপুর ও বাটামারা ইউনিয়ন নদী ভাঙনের ফলে বিলুপ্ত প্রায় এসব এলাকার অনেক বসতি ঘর-বাড়ীসহ অনেক গ্রাম নদী গর্ভে তলিয়ে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

আগামী ২৮ জুন মুলাদীতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমনের খবরে মুলাদী সহ বিভিন্ন এলাকার নদী ভাঙন এলাকার মানুষ আনন্দিত এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক এমপি’কে স্বাগত জানাতে নানা ধরণের প্রস্তুতি গ্রহণ করছে।


News Room - Click for call