Main Menu

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে নব-নিযুক্ত পোষ্টমাষ্টার জেনারেল এর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ডাক বিভাগের দক্ষিণ অঞ্চলের নব-নিযুক্ত পোষ্টমাষ্টার জেনারেল তরুণ কান্তি সিকদার পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু’র রূহের মাগফিরাত কামনা সহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল শেখ সাইফুল আলম, গোপালগঞ্জ জেলার প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার এফ.এম.ওয়ালিউজ্জামান বিসিএস (পোষ্টাল), খুলনা দক্ষিণাঞ্চলের পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


News Room - Click for call