লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে ফুল হাতা সাদা ডোরা শার্ট,খয়েরি রঙের ফুলপ্যান্ট এবং পায়ে দুইফিতার স্যান্ডেল ছিল।
জানা গেছে, শুক্রবার দিনের বেলা ওই ভুট্টা ক্ষেতে ঘাস তুলছিল স্থানীয় এক নারী। এসময় তিনি সেখানে মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।মুহুর্তে স্থানীয়া লোকজন সেই লাশ দেখতে ভিড় জমান।খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করেন।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন,‘লাশটি এলাকার নয়। তবে কে বা কাহারা তাকে হত্যা করে লাশ ভুট্টা খেতে ফেলে রেখেছে।”
এদিকে স্থানীয়দের ধারণা,খুনের শিকার অজ্ঞাত ওই যুবক অটো রিক্সা চালক হতেপারেন। তাকে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যেতে পারেন বলে ধারণা অনেকের।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।খুনের রহস্য উদঘাটনসহ লাশের পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।