Main Menu

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ) ময়মনসিংহ-র নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার দুপুর ১-৩০ মিনিটে সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, বিএইউ-র রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, বিএইউ-র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবু হাদি নুর আলী খান, আওয়ামী পন্থী শিক্ষক ফোরামের সভাপতি ড. মোঃ সালাম, সাধারন সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দিন, প্রফেসর ড.এ এম মাহফুজুল বারী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এরপর ভিসি ড. লুৎফুল হাসান বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এছাড়া পরে ভিসি শিক্ষক সমিতি, অফিসার্স ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।


News Room - Click for call