রাজৈরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগাকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠের পুল এলাকায় জুয়া ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ মানুষ। আলোকিত সমাজ গঠনের তরুনদের উদ্যোগে শনিবার (১৫ জুন) সকাল ১১ টার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের শাহিন খাঁ, সম্রাট খাঁ ও কতিপয় জুয়া ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান গ্রামবাসীরা।
এ সময় পূর্ব স্বরমঙ্গল যুব সংঘের সভাপতি আসাদুজ্জামান মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পূর্ব স্বরমঙ্গল যুব সংঘের সাধারণ সম্পাদক মনি মোল্লা, যুবলীগ নেতা রাহাত মৌলভী, কাওসার মোলভী, এনামুল বাঘা, নজরুল ইসলাম (নজু) বেপারী প্রমূখ।
« রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু (Previous News)