লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর পুকুরে ভেসে উঠল হাজেরা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হাজেরা বেগম ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে হাজেরার স্বামী রফিকুল ইসলাম পুকুরে ডুবে মারা যান। স্বামী মৃত্যুর শোকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হাজেরা। গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন হাজেরার মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।