খুলনাঞ্চল সম্পাদক মিলটনের মুক্তির দাবীতে দিঘলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ,খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মিজানুর রহমান মিলটনকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা মফস্বল সাংবাদিকদের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি রিপন মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক এস এম শামিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক পূর্বাঞ্চল দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক এজাজ আহমেদ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, গোলাম রসুল বাদশা, ইমদাদুল হক, গাজী মাকুল উদ্দীন, জাহিদ ইকবাল, মামুন, লোকমান সরদার, মিহির রঞ্জন বিশ্বাস, মোশারেফ হোসেন, মানষ ঘোরামী,অনুপ বৈরাগী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশি তদন্তে অব্যহতি পাওয়ার পরেও আটক করে মানিলন্ডারিং ষড়যন্ত্রমামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বক্তারা নতি বিলম্বে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ,খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মিজানুর রহমান মিলটনের মুক্তির জোর দাবী জানান এবং মিজানুর রহমান মিলটনের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।