বাগেরহাটে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। প্রধান অতিথির বক্তৃতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জলিল সরদার, শেখ ফিরোজুল ইসলামসহ আরও অনেকে।
« গোপালগঞ্জে কৃষি শুমারি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা (Previous News)
(Next News) ফকিরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত »