লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে জেলা দুনীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক),দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন হয়।এরপর লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” বিষয়ক প্রতিপাদ্যে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন , দুর্নীতি দমন প্রতিরোধ করতে হলে আগে সুশাসিত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। কারণ সুশাসিত সমাজ গঠন করতে না পারলে দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে না। অর্থের বিনিময়ে সেবা প্রদান বা লেনদেনই দুর্নীতি নয় সঠিকভাবে দায়িত্ব পালন না করা, কথা দিয়ে কথা না রাখা, সঠিক সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়াও অনিয়ম দুর্নীতির সমান। সভায় অন্যানের মধ্যে লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়, কুড়িগ্রামের উপ সহকারী পরিচালক মোঃ মামুন আলী মন্ডল, লালমরিহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম আবু হাসনাত রানা, সনাক সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, গালর্স গাইড, স্কাউটস, সনাক, ইয়েস, এসিজি ও বিভিন্ন পেশার সাধারণ নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।