Main Menu

সারাদেশে অব্যাহত ধর্ষনের প্রতিবাদে কোটালীপাড়া অভিমুখে পদযাত্রা ও সমাবেশ

পাহাড় সমতল সহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া অভিমুখে পদযাত্রা ও সমাবেশ করেছে বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি সংগঠন । তৎসঙ্গে সংহতি জানান জেলা উদীচী গোপালগঞ্জ, সিপিবি গোপালগঞ্জ , অনুনাদ আবৃত্তির পাঠশালা গোপালগঞ্জ , ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদ, উদীচী কোটালীপাড়া শাখা , উদীচী রঘুনাথপুর শাখা, এবং গোপালগঞ্জ থিয়েটার ।

১৯ অক্টোবর সকাল ৯ টায় গোপালগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্তরে পৌছে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার , সাধারণ সম্পাদক রতন সেন কংকন , সদস্য ১ আঃ ওহাব মিয়া, অনুনাদ আবৃত্তির পাঠশালা গোপালঞ্জের সভাপতি প্রদ্দত রায় , সাধারণ সম্পাদক গোপালগঞ্জ থিয়েটার মিথিলা সুলতানা মুক্তি । এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা উদীচী গোপালগঞ্জ আনিসুর রহমান রাজু,  নির্দেশক গোপালগঞ্জ থিয়েটার আঃ সবুর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । সবশেষে গোপালগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে প্রতিবাদ সুলভ পথ নাটক নিহত গোলাপ মঞ্চস্ত করা হয় ।


News Room - Click for call