Main Menu

২১ আগষ্ট গ্রেনেড হামলা, মাদারীপুরে খুনিদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন

২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িতদের (খুনিদের) ফাঁসির দাবীতে মাদারীপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনববন্ধনে জেলা আওয়ামী লীগের পাশাপাশি কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অপরদিকে বিকেলে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কলেজগেট অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মান্নান লস্কর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এজাজুর রহমান আকন প্রমুখ। বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুব লীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।


News Room - Click for call