Main Menu

শোকাহত মাস উপলক্ষে জাতির পিতার সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা

শোকাহত মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

শনিবার (১ আগস্ট) বিকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী কর্তৃক পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্ব-পরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অধ্যক্ষ এনামুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।


News Room - Click for call