Main Menu

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট ও নৌ বাহিনী প্রধানের সহধর্মিনী বেগম মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুস্পস্তাবক অর্পণ করেন।

এরপরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এম মুসা সহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


News Room - Click for call