‘জাহান্নামে বোমা হামলা’ বন্ধ করুন : ট্রাম্প

সিরিয়ার জিহাদিদের সর্বশেষ শক্ত ঘাঁটি ইদলিবে আর বোমা হামলা বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (২ জুন) সিরিয়া সরকার ও রাশিয়াকে ‘জাহান্নামে বোমা হামলা’ বন্ধ করতে বলেছেন।
শুক্রবার সিরিয়ান এনজিও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা মোকাবিলায় আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার নিন্দা জানানোর পরেই ট্রাম্পের এমন মন্তব্য এসেছে। বেসরকারি সংস্থাটি ইস্তানবুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া ও রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকারের সাম্প্রতিক বোমা হামলায় কয়েক ডজন বেসামরিক প্রাণ হারিয়েছে এবং প্রায় ৩ লাখ মানুষকে তুর্কি সীমান্তের দিকে ঠেলে দিয়েছে।
সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার (৩১ মে) জানিয়েছে যে, ইদলিবের সর্বশেষ সহিংস সংঘর্ষে প্রায় ৯৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার সাবেক আল-কায়েদার অধিভুক্ত হায়াত তাহরির আল-শামের আঞ্চলিক এলাকাগুলিতে একটি পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ২০১৮ সালের সেপ্টেম্বরের চুক্তি হয়েছিল যা প্রত্যাখ্যান হয়েছে।
তবে, জিহাদীদের এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে, এবং চুক্তিটি মুখ থুবড়ে পরতে যাচ্ছে। এরপর থেকেই রাশিয়ার বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমান হামলা ও রকেট হামলা বাড়িয়েছে। ইরানি যোদ্ধা এবং আধা-সামরিক হিজবুল্লাহও সিরিয়ায় আসাদের শাসনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তাকে সহযোগিতা করে যাচ্ছে।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে ইদলিবের অস্থির অবস্থার আরও অবনতি হয়। ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমানু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও প্রধান প্রধান বিশ্ব শক্তিগুলি সরে গেলে এমন অবস্থার সৃষ্টি হয়। ‘এএফপি’