শাহজালালে বিমানের জরুরি অবতরণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে বিমানটি অবতরণ করে।
জানা গেছে, এ সময় ফায়ার সার্ভিস প্রস্তুতসহ বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয়। সকাল ৯টা ২৫ মিনিটে এটি অবতরণ করার পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ছিল।
এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরেও গেছে। তবে ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠা-নামার জন্য খুলে দেওয়া হয়।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
« নাট্যকার মমতাজউদদীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক (Previous News)
(Next News) স্বাস্থ্যকর মশলাগুলো সম্পর্কে যা বলেন বিশেষজ্ঞ »