ঈদযাত্রার ৪র্থ দিনে পাটুরিয়ায় যানবাহনের চাপ

ঈদযাত্রার চতুর্থ দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে তাল মিলিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। তবে খুব বেশি ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চ পার হতে পারছেন যাত্রীরা।
এদিকে যানবাহনের পাশাপাশি লঞ্চ ও ফেরিতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে পারাপার নিয়ে যাত্রীদের বড় ধরনের কোনো অভিযোগ নেই।
ঘাটের আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহনের সারি ঠিক রাখতে পুলিশ বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো রয়েছে।
« মাদারীপুরে সেবা মূলক সংগঠনের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরন (Previous News)
(Next News) ঈদে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সাহায্য চেয়ে অস্বচ্ছল সাংবাদিক হাসানুল কবির মেহেদীর অনুরোধ »