Main Menu

মাদারীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেনের করোনা জয়

মাদারীপুরের রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবির হোসেন কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন। রবিবার রাতে তিনি নিজ ফেজবুক আইডিতে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ জুন হালকা গলা ব্যাথা হলে বাসায় থেকে চিকিৎসা নিতে থাকি। দুদিনের মধ্যে পরিবারের সকল সদস্যদের একই উপসর্গ দেখা দেয়। পরে ২৭ জুন আমি ও আমার স্ত্রী করোনা পরিক্ষার জন্য নমুনা দেই। তবে ০১ জুলাই ফলাফল নেগেটিভ আসে। কিন্তু উপসর্গ থাকায় এদিন আমার শশুরের সাথে পুনরায় নমুনা দিলে ৫ জুলাই পজিটিভ আসে। এর ৯দিন পর নমুনা দিলে রবিবার দুপুরে নেগেটিভ এসেছে।

তিনি আরো জানান, দীর্ঘ ২৩ দিন করোনা ভাইরাসের সাথে বসবাসের সমাপ্তি হলো। সুস্থতা কামনা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


News Room - Click for call