Main Menu

শার্শায় ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় হোসাইন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার ফুলসারা গ্রামের মংলা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে শালকোনা থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন ভ্যান ফুলসারা মোড়ে আসলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় তাকে উদ্ধার করে আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


News Room - Click for call