Main Menu

শার্শার জামতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে জামতলা বাজারে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে ও আউটলেট শাখার ম্যানেজার আশরাফুল আলম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবেদ আহমদ খান।

এসময় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক বাগআঁচড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান আসাদ, ব্যাংকের বেনাপোল শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আবু সাঈদ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ লিটন, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, জামতলা জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান, লিয়াকত আলী, জিয়াউর রহমান মেম্বর সহ জামতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


News Room - Click for call