Main Menu

শেখ হেলাল উদ্দিন এম,পি’র পক্ষে টুঙ্গিপাড়ায় করোনা প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের মাস্ক বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনসচেতনতায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ।

আতংকিত নয়, “করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হোন” এই শ্লোগানে গণসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এম,পি।

সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রচারের পাশাপাশি শেখ হেলাল উদ্দিন এমপি’র পক্ষে মাস্ক বিতরণ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ।

আজ সকাল ১০টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মাস্ক বিরতণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যনেল মেয়র (১) উজ্জাল হোসেন (কুটি), পাটগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান পান্না সহ অঙ্গসহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


News Room - Click for call