অনুদান পাওয়া ঈদের পোশাকসহ বসত ঘর পুড়ে ছাই

ফারজানা ছোট থাকতে পারিবারিক সমস্যার কারনে বাবা-মা দুইজন দুই প্রান্তে থাকে না থাকার মত। একা ফারজানা গরিব অসহায় ভ্যান চালক দাদার কাছে বড় হচ্ছে।
ফারজানা বাবা মা কাছ থেকে ভালবাসাতো দুরে কথা ঈদ উপলক্ষে ভাল একটা পোশাক কখনো পায় কিনা তাও ঠিক করে বলতে পারে না। ফারুক মীর নামে এক দিন মজুরের বসত ঘর আগুনে পুড়ে ছাই হওয়ার সাথে নাতির ফারজানার(৭) সাহায্য পাওয়া ঈদের পোশাক পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।
« পাইকগাছায় জিরো পয়েন্টে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের উদ্ভোধণ (Previous News)