জিলা স্কুলের ছাত্রকে ছুরিকাঘাত করেছে কালেক্ট্ররিয়েট স্কুলের ছাত্র নেকবর হোসেন

কুমিল্লা প্রতিনিধি: জিলা স্কুলের ১০ শ্রেনীর মারুফ নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে কুমিল্লা কালেক্ট্ররিয়েট স্কুলের ছাত্র তৌকি নামের এক ছাত্র। মঙ্গলবার বেলা ১২ টার কিছু পরে কালেক্ট্ররিয়েট স্কুলের সামনে এঘটনা ঘটে। আহত মারুফের বাড়ি কাপ্তাম বাজার বলে জানাগেছে।
জিলা স্কুলের ছাত্র মারুফকে রক্তাক্ত অবস্থায় তার সহপাঠিরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকাজনক৷
কিশোর অপরাধ বারছে দিন দিন। এ বিষয়ে কতৃপক্ষের বিশেষ পদক্ষেপের দাবি জানিয়েছে সকলে।
« সাভারে ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার (Previous News)
(Next News) জলঢাকায় জমজ নবজাতক পৃথিবীর আলো দেখলো »