Main Menu

চাষীদের উদ্যোগে জনস্বার্থে বিলে মাছের পোনা অবমুক্তকরন

এই মহামারী করোনা সংকটে জনসাধারনের কথা চিন্তা করে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঝুরগা বিলে প্রায় ৫ লাখ টাকার রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন স্থানীয় অর্ধশতাধিক চাষীরা। এতে করে শিকারমঙ্গলসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ এ মাছ খেয়ে আমিষের চাহিদা মেটাতে পারবেন বলে জানা যায়।

তবে এ মাছ বড় হওয়ার সঙ্গে-সঙ্গে ধরে খাওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে স্থানীয় কৃষকরা জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ওই বিলে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরন করা হয়।

কৃষক সমীর ও তপনসহ বেশ কয়েকজন বলেন, আমরা সবাই মিলে এলাকাবাসীর স্বার্থে ঝুরগাঁ বিলে মাছের পোনা ছেড়েছি। যাতে করে করোনার এই মহা সংকটে সাধারন মানুষের বিনামুল্যে এ মাছ খেয়ে বাঁচতে পারে। এই সংকট মুহুর্তে অনেকেই বাজারে গিয়ে মাছ কিনে খেতে পারেন না। তাই আমরা এলাকার সবার কথা মাথার রেখে ৫ লাখ টাকার মাছ বিলে ছেড়েছি। এই মাছ বড় হলে সবার ধরে খাওয়ার জন্য কোন বাঁধা নিষেধ থাকবে না।


News Room - Click for call