Main Menu

টুঙ্গিপাড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বগতি, নতুন সনাক্ত ৫

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নতুন করে আরো পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

গত ২৪ জুন বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ সন্ধ্যায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এ পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৭৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

তবে সদ্য সনাক্ত হওয়া রোগীদের এখনো পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।

সদ্য সংক্রমিত ব্যক্তিদের কখন চিকিৎসার আওতায় আনা হবে এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন জানান, আগামীকাল (২৬ জুন) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং টুঙ্গিপাড়া উপজেলা পুলিশ প্রশাসন এর নেতৃত্বে এক দল পরিদর্শক সনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়িতে পরিদর্শনে যাবেন। যদি আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যব্যাধি মেনে পরিবারের অন্যান্য সদস্য থেকে দূরত্ব বজায় রেখে বাড়িতে থাকা সম্ভব হয় তাহলে তাদের নিজ বাড়িতে আইসোলেশন রাখা হবে আর বাড়ীতে যদি চিকিৎসা দেওয়া সম্ভব না হয় তাহলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন এনে চিকিৎসা করা হবে।


News Room - Click for call