Main Menu

শার্শায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ, নতুন আক্রান্ত-৫

যশোর জেলার বেনাপোলের নারানপুর গ্রামের জাকির হোসেন (৫০) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার (২২ জুন) মারা যান। মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো হয়। আজ (২৪ জুন) বুধবার দুপুরে ওই রিপোর্টটি পজেটিভ এসেছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। 

ডাক্তার ইউসুফ আলী বলেন, মৃত্যু ব্যক্তি ছাড়াও শার্শা উপজেলায় আরও পাঁচ জনের শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এরমধ্যে বেনাপোলে ৩ জন।

আক্রান্তরা হচ্ছেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে কর্মরত একজন পুলিশ কনস্টেবল (৪১), বেনাপোল পৌরসভার একজন কর্মকর্তা (৩৭), ছোট আচড়া গ্রামের ১ জন। অপর দুই জনের বাড়ি শার্শার উলাশি ইউনিয়নের লাউতাড়া (২৪) ও জিরেনগাছা (৩২) গ্রামে।

করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলেন ইউসুফ।


News Room - Click for call