Main Menu

কালিয়ায় এস এম শামিমের উদ্যোগে মাশরাফীর সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্টিত

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কালিয়া পৌর শাখার যুগ্ন আহব্বায়ক ও নড়াইল জেলা শাখার সদস্য এস এম শামিমের আহম্মেদের উদ্যোগে নড়াইলের কালিয়ায় মাসরাফী বিন মর্তুজার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শনিবার (২০ জুন) আছর বাদ কালিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা সহ মসজিদের নিয়মিত মুসল্লিবৃন্দ।

দোয়া মাহফিলে ইমাম সাহেব মাশরাফি বিন মর্তুজার সুস্থতা সহ বাংলাদেশের সকলের জন্য দোয়া করেন।

দোয়া শেষে এস এম শামিম আহম্মেদ বলেন,বাংলাদেশের জন্য মাশরাফী বিন মোর্ত্তজা আল্লাহর বিশেষ উপহার।যার ফল এর ই মধ্যে নড়াইল এর সাধারন মানু্ষ সহ সকল পেশায় নিয়োজিত চাকুরিজীবী থেকে সাধারন খেটে খাওয়া মানু্ষ উপলব্ধি করছেন।দেশের এই ক্লান্তিলগ্নে তিনি যা করেছেন তা শুধু বাংলাদেশের জন্য উদাহরণ ই নয় দৃষ্ঠান্ত হয়ে থাকবে।সরকারী সকল সহযোগিতার পাশাপাশি তিনি ব্যক্তিগত অর্থায়ন সহ জীবনের সর্বোচ্চ ঝুকি নিয়ে পৌছে গিয়েছেন সকল শ্রেনীর মানুষের মাঝে।জায়গা করে নিয়েছেন নিন্ম থেকে শুরু সকল স্তরের মানুষের অন্তরে।তুলে দিয়েছেন সুরক্ষা সামগ্রী,খাদ্য সহযোগিতা সহ বিভিন্ন প্রকার সেবা।

তাই আমি দেশবাসির কাছে আহব্বান করছি আপনারা সকলে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন এবং আল্লাহ ভাইকে দ্রুত সুস্থ করে দেন।


News Room - Click for call