অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই

পাবনার ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই খামারির ৯টি গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত খামারি আব্দুর রব জানান, শনিবার ভোর রাতে সেহেরি খেয়ে ঘরেই বসে ছিলেন। এমন সময় একদল মুখোশধারী লোক তার বাড়ির ভিতন ঢুকে পরে। তিনি কিছু বুঝে ওঠার আগেই কিছু মুখোশধারীরা তার গলায় অস্ত্র ধরে রেখে অন্যরা তার গোয়ালের ৫টি গরু নিয়ে যায়। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলেন সংসার চালানোর মতো আামার আর কিছুই রইলো না। এ দিকে একই সময়ে কাশিপুর গ্রামের আলীমের বাড়ি থেকে একই কায়দায় ৪টি গরু নিয়ে যায় মুখোশধারী ছিনতাইকারীরা।
ওই বাড়ি থেকে গরু ছিনতাই হওয়ায় এলাকার খামারি কৃষক পরিবারে মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়াতুল হক বলেন, বিষয়টি শুনেছি, এটা খুবই দুঃখজনক ঘটনা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।